ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে ডেভেলপমেন্ট কাপ ফুটবল অনূর্ধ্ব-১৫ প্রশিক্ষণ শুরু
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০১-১৫ ১৪:০১:২৯

 রাজবাড়ীতে বার্ষিক ক্রীড়া কর্মসূচী (২০২৪-২০২৫)-এর আওতায় গতকাল ১৫ই জানুয়ারী বিকালে শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে ডেভেলপমেন্ট কাপ ফুটবল অনূর্ধ্ব-১৫ বাছাই ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

 যুব ও ক্রীড়া মন্ত্রনালায়ধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত ও রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আবু কায়সার খান। 

 রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সফি ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল বক্তব্য রাখেন ।

 এ সময় জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজাসহ খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

 উদ্বোধনীতে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, তোমাদেরকে এই প্রশিক্ষণে নির্দিষ্ট সময়ে আসতে হবে। কখনো ফুটবল দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, কখনো শারীরিক কসরত করতে হবে। আগে কোথায় খেলতে সেটা ভুলে যেতে হবে। প্রশিক্ষক যিনি তিনি ভালো বুঝতে পারবেন কাকে কোথায় খেলালে সে ভালো খেলবে। সেজন্য আগে কি করছো সেটা ভুলে নিয়ম শৃঙ্খলা মেনে প্রশিক্ষকের নির্দেশনা মেনে চলতে হবে। প্রশিক্ষকদের কথা মন দিয়ে শুনতে হবে, তাদেরকে খেয়াল করতে হবে। সবাই মনোযোগ দিয়ে প্রশিক্ষণ গ্রহণ করবে।

 তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাচ্ছেন তার জন্য আমাদের স্মার্ট ও সুস্থ মানুষ হতে হবে। সেজন্য আমাদের খেলাধুলা করতে হবে, সংস্কৃতি চর্চা ও লেখাপড়া করতে হবে, ভালো মানুষ হতে হবে। 

 রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার শাহিন সুলতান রাজা জানান, রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বালক অনূর্ধ্ব-১৫ ফুটবল খেলোয়াড়দের নিয়ে রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে মাসব্যাপী এই প্রশিক্ষণে সদর উপজেলার ৩৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। প্রশিক্ষক হিসেবে থাকবেন কাজী কৌশিক আহমেদ।

 

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ