নিজ নির্বাচনী এলাকা পাংশা উপজেলা থেকে সড়ক পথে ঢাকায় ফেরার প্রাক্কালে রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপিকে গতকাল ২০শে জানুয়ারী বিকালে পাংশা ডাক বাংলো চত্বরে গার্ড অব অনার প্রদান করা হয়।
গার্ড অব অনার মঞ্চে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী ও পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা উপস্থিত ছিলেন।
জানা যায়, গতকাল শনিবার বিকাল ৪টার দিকে রাজবাড়ী জেলা পুলিশ লাইন্সের এসআই আব্দুল ওহাবের নেতৃত্বে পুলিশের চৌকস একটি দল গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার শেষে রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি উপস্থিত প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।
এ সময় অন্যান্যের মধ্যে পাংশার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) স্বপন কুমার মজুমদার, পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোঃ আসলাম হোসেন ও সমাজ সেবা কর্মকর্তা রবিউল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ৩দিনের সফরে গত ১৮ই জানুয়ারী দুপুরে রাজবাড়ী জেলা ও নিজ নির্বাচনী এলাকা সফরে আসেন। ৩দিন ব্যস্ত সময় অতিবাহিত করে তিনি গতকাল ২০শে জানুয়ারী সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে পাংশা ত্যাগ করেন।