ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
পাংশার মাছপাড়া ইউপি জাকের পার্টির সভাপতি নাসিম মন্ডলের ইন্তেকাল
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০১-২৩ ১৪:১৩:১৭

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিম উদ্দিন মন্ডল(৭২) গতকাল ২৩শে জানুয়ারী ভোর ৪টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

 দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন সদালাপী নাসিম মন্ডল। তিনি মাছপাড়া স্কুল মসজিদ কমিটির সভাপতি, মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক দাতা সদস্য, মাছপাড়া বাজার বনিক সমিতি, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনসহ সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলেন।

 গতকাল মঙ্গলবার দ্বিতীয় দফায় জানাযার নামাজ শেষে রামকোল বাহাদুরপুর গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। বিকাল ২টার সময় মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমবার এবং বিকাল ৩টার দিকে রামকোল বাহাদুরপুর উত্তরপাড়া ঈদগাহ ময়দানে দ্বিতীয় দফায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

 মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজে ইমামতি করেন মাছপাড়া স্কুল মসজিদের ইমাম ক্বারী আব্দুল মালেক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ব জাকের মনজিলের খাদেম আলহাজ্ব আব্দুল কাদের লোহানী। রামকোল বাহাদুরপুর উত্তরপাড়া ঈদগাহ ময়দানে জানাজার নামাজে ইমামতি করেন রামকোল বাহাদুরপুর বায়তুল মামুর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ মিজানুর রহমান।

 মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজের আগে মরহুম নাসিম মন্ডলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে স্মৃতিচারণমূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নাসিম মন্ডলের জ্যেষ্ঠ সহোদর ভাই শিল্প মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মোঃ রফিক উদ্দিন ও মাছপাড়া বাজারের ব্যবসায়ী ডাঃ আব্দুল লতিফ।

 শিল্প মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মোঃ রফিক উদ্দিনের পুত্র খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ, রাজবাড়ী-২ আসনের প্রাক্তন জাতীয় সংসদ সদস্য ও পাংশা উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার সেলিম হোসেন রোনো, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার বহু লোকজন জানাজার নামাজে অংশগ্রহণ করেন।

 মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র ও ১কন্যা সন্তানসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ