ঢাকা শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • আসহাবুল ইয়ামিন রয়েন
  • ২০২৪-০১-২৩ ১৪:১৬:৪১

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা গতকাল ২৩শে জানুয়ারী বিকালে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

 জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ(ভারপ্রাপ্ত) জান্নাতুন লিলিফা আকতার জাহানের সভাপতিত্বে ও জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ নাজনীন রেহেনার সঞ্চলনায় কমিটির সদস্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মোঃ রেজাউল করিম, জেলা সুপার মোঃ আব্দুর রহমান, জেলা বার এ্যাসোসিয়েশনের সভাপতি ও জিপি এডঃ মোঃ আনোয়ার হোসেন, পিপি এডঃ মোঃ উজির আলী শেখ ও প্যানেল আইনজীবী এডঃ শফিউল আলম খোকন প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জেলা লিগ্যাল এইড কমিটির অন্যান্য সদস্যগণসহ প্যানেল আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

 সভায় সভাপতির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ(ভারপ্রাপ্ত) জান্নাতুন লিলিফা আকতার জাহান বলেন, অতীতে আমি জেলা লিগ্যাল এইড অফিসার হিসেবে কাজ করেছি ও বর্তমানেও করছি। সার্বিক দিক বিবেচনায় আমার কাছে সবসময় মনে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দেশের অসহায় মানুষ বিশেষ করে নির্যাতিত নারীরা যাতে বিনা খরচে আইনী সুবিধা পায় সেই দিক বিবেচনা করেই এই লিগ্যাল এইড কার্যক্রম চালু করেছিলেন। যার ফলে আজকে দেশের মানুষ বিনা খরচে আইনী সুবিধা পাচ্ছে। রাজবাড়ী জেলা সকলের প্রচেষ্টায় এই কার্যক্রম অত্যন্ত সুন্দর ভাবে পরিচালিত হচ্ছে। যা ভবিষ্যতে আমাদের আরো সফলতা এনে দেবে। আর সেই লক্ষ্যে আমাদেরকে আরো বেশী উদ্যোগী হয়ে তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষকে জেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রম সম্পর্কে সচেতন করতে হবে বলে উল্লেখ করেন। 

 এছাড়াও সভায় আইনগত পরামর্শ প্রদান, বিকল্প বিরোধ নিস্পত্তি, আইনগত তথ্য সেবা প্রদান, সরকারী খরচে মামলা দায়ের, পরিচালনা ও আইনজীবী নিয়োগসহ জেলা লিগ্যাল এইড কমিটির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

 
রাজবাড়ী সরকারী কলেজে ছাত্রদলের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ
রাজবাড়ী সরকারী কলেজে ছাত্রদলের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ
রাজবাড়ীতে রেলওয়ের ওয়ার্কশপটি করার জন্য জোর দাবী জানাবো--রেলওয়ে এমপ্লয়ীজ লীগের সভাপতি
সর্বশেষ সংবাদ