ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
রাজবাড়ীতে ৬শতাধিক দুস্থদের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ
  • মীর সামসুজ্জামান/সুজন বিষ্ণু
  • ২০২৪-০১-২৪ ১৪:১৬:৩৮

 রাজবাড়ীতে পুলিশ নারী কল্যাণ সমিতির(পুনাক) উদ্যোগে গতকাল ২৪শে জানুয়ারী বিকালে শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৬ শতাধিক অসহায় দুস্থ নারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

 পুনাক রাজবাড়ীর সভানেত্রী হালিমা আখতার শিরীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ।

 এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ ইফতেখারুল আলম প্রধান, ডিআইও-১ বিপ্লব দত্ত চৌধুরী, পুলিশ হসপিটালের মেডিকেল অফিসার ডাঃ সিরাজুম মুনিরা প্রত্যাশা, পুনাক রাজবাড়ীর সদস্য অনামিকা কুন্ডু দীপা, প্রিয়াংকা ভৌমিকসহ পুনাক রাজবাড়ীর অন্যান্য সদস্য ও জেলা পুলিশের অনান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 কম্বল পেয়ে উপকারভোগীরা বলেন, তীব্র শীতের মধ্যে দিন-রাত অতিবাহিত করছেন প্রান্তিক জনগোষ্ঠির মানুষ। এই সময় রাজবাড়ীর পুনাক আমাদের কম্বল দিয়েছে। আমরা এসব কম্বল পেয়ে সত্যি খুশি।

 প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ বলেন, জেলা পুলিশ ও পুনাক সবসময় অসহায় দুস্থ মানুষের জন্য কাজ করে থাকে। বর্তমানে চলমান শৈত্য প্রবাহ ও তীব্র শীতের কারণে অনেক অসহায়, ছিন্নমূল মানুষের কষ্ট হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজ পুনাক রাজবাড়ী জেলার ৬ শতাধিক অসহায় দুস্থ নারীদের মাঝে কম্বল বিতরণ করেছে। পর্যায়ক্রমে আরও ৪ শতাধিক কম্বল বিতরণ করা হবে।

 পুনাক রাজবাড়ীর সভানেত্রী হালিমা আখতার শিরীন বলেন, পুনাক একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস থেকেই পুনাক এর মাধ্যমে দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষগুলোর সহায়তায় সব সময় এগিয়ে আসি। সেই ধারাবাহিকতায় পুনাক রাজবাড়ীর উদ্যোগে এবার ১হাজার শীতার্ত অসহায় দুস্থ নারীদের মাঝে কম্বল বিতরণ করা হবে। আজ ৬ শতাধিক অসহায় নারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আরও কম্বল পর্যায়ক্রমে বিতরণ করা হবে। পুনাক সবসময় অসহায় দুস্থদের পাশে রয়েছে।

 

 

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ