এসএসসি পরীক্ষা-২০২৪ উপলক্ষে রাজবাড়ী জেলা সদরে অবস্থিত কেন্দ্র সমূহের কমিটি গঠন সংক্রান্ত সভা এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি সংক্রান্ত জেলা কমিটির সভা গতকাল ২৯শে জানুয়ারী সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান আয়োজিত এ সভার সভাপতিত্ব করেন।
এ সময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রায়, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোঃ কামরুল হাসান মারুফ সহ সদরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।