ঢাকা মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
পাংশার নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০২-০১ ১৪:১৮:৪৭

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের ঐতিহ্যবাহী নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ে গতকাল ১লা ফেব্রুয়ারী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

 নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কসবামাজাইল ইউপির প্রাক্তন চেয়ারম্যান শামসুদ্দিন মন্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল চন্দ্র মন্ডল।

 অতিথিদের মধ্যে কসবামাজাইল ইউপির চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ, কসবামাজাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রবিউল, নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও কসবামাজাইল ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান খান, নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বদর উদ্দিন আহমেদ ও বিনোদ কুমার বিশ্বাস, কসবামাজাইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুস সোবাহান মাস্টার, কসবামাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পিল্টু, আশরাফ খান ও রাকিবুল বিশ্বাসসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 প্রধান শিক্ষক কমল চন্দ্র মন্ডল বলেন, ১৯৬৪ সালে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিরা নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে অদ্যবধি নারী শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়টি অবদান রেখে চলেছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নসহ অতীত ঐতিহ্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

উজানচরে অবৈধ বালু উত্তোলন অভিযানে মেশিন-পাইপ ধ্বংস
পাংশার তারাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইমান আলী মাষ্টারের দাফন
পাংশায় আদিবাসীদের মন্দিরে হারমোনিয়াম দিলেন ইউএনও
সর্বশেষ সংবাদ