ঢাকা বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
গোয়ালন্দে কৃষিতে পুষ্টিকর জাতীয় ফসল উৎপাদনে কৃষক প্রশিক্ষণ
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২৪-০২-০১ ১৪:১৯:০৭

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় গতকাল ১লা ফেব্রুয়ারী উপজেলা কৃষি অফিসের হলরুমে দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। 

 আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় গোয়ালন্দ উপজেলার ৩০জন প্রান্তিক কৃষক অংশগ্রহণ করে। 

 কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম রসুল, গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকন উজ্জামান ও উপজেলা উপসহকারী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন উপস্থিত ছিলেন। 

 প্রশিক্ষণে খাদ্যে ৬টি শর্করা সমৃদ্ধ গুণ সম্পন্ন ফসলের উৎপাদন ও তার পরিচর্যা রক্ষণাবেক্ষণ সহ নানা বিষয়ে কৃষকদের অবগত করে খাদ্য চাহিদা মেটাতে এ জাতীয় ফসল উৎপাদন বাড়াতে উৎসাহিত করা হয়।

 প্রশিক্ষণ শেষে ছোট ভাকলা ইউনিয়নের কদমতলি গ্রামের আইজদ্দিন মোল্লা ও কাটাখালী গ্রামের শিরীন আক্তার বলেন, তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে কৃষি ফসল উৎপাদনে কার্যকর ভূমিকা পালন করবেন। 

 প্রশিক্ষণের বিষয়ে গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা খোকন উজ্জামান বলেন, অত্র উপজেলায় কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্যে ৬টি গুণ সম্পন্ন ফসল উৎপাদন বাড়াতে প্রশিক্ষণ অব্যহত থাকবে।

 
 বালিয়াকান্দিতে বিজয় দিবস উপলক্ষ্যে প্রশাসনের আয়োজন প্রস্তুতিমূলক সভা
আগরতলায় হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ
দৌলতদিয়ায় বাস থেকে ফেন্সিডিলসহ যাত্রী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ