ঢাকা শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
কালুখালীতে পাট উৎপাদনকারী চাষী ২দিনের প্রশিক্ষণের সমাপ্ত
  • ফজলুল হক
  • ২০২৪-০২-০১ ১৪:২১:৩২

 ‘সোনালী আশে সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে কালুখালী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে গতকাল ১লা ফেব্রুয়ারী সকালে উপজেলা পরিষদ হলরুমে পাট উৎপাদনকারী চাষীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। 

 কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ মোঃ আজিমউল, উপজেলা কৃষি অফিসার পুর্নিমা হালদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাইমুর রহমান, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু রায়হান ও কাম-কম্পিউটার অপারেটর আঃ রউফ বক্তব্য রাখেন।

 জানা গেছে, পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত উন্নত প্রযুক্ত নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ১৫০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করে।

 প্রশিক্ষণ শেষে কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেক কৃষক ও কৃষাণীর মাঝে পাটের তৈরি উন্নত মানের ব্যাগ বিতরণ করা হয়।   

 
 পাংশা বাজারে ফুটপাত অবৈধ দখল করে দোকান॥পথচারীদের ভোগান্তি
 রাজবাড়ী-২ আসনের বালিয়াকান্দি উপজেলার ইসলামপুরে বিএনপির জনসভা
গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও আ’লীগ নেতা নজরুল মন্ডল কারাগারে
সর্বশেষ সংবাদ