ঢাকা রবিবার, অক্টোবর ৬, ২০২৪
দৌলতদিয়া মডেল হাইস্কুলে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০২-১২ ১৪:১১:৪৮

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলে গতকাল ১২ই ফেব্রুয়ারী দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

 প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী।

 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দৌলতদিয়া মডেল হাইস্কুলের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী। 

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন ও গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বক্তব্য রাখেন।

 এ সময় অন্যান্যদের মধ্যে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত হোসেন সোহরাব, গোয়ালন্দ উপজেলা যুব লীগের সভাপতি মোঃ ইউনুছ মোল্লা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, রাজবাড়ী জেলা মটর চালক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তপু, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রশিদ টিটু, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আশরাফ হোসেন ও মহিলা সদস্য চম্পা খাতুন উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম। 

 

পাংশার সরিষায় যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলিসহ ৩জন সন্ত্রাসী গ্রেপ্তার
গোয়ালন্দ পৌর ও ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা
গোয়ালন্দে ফুটপাত নির্মাণে নিম্নমানের পার্কিং টাইলস ব্যবহারের অভিযোগ
সর্বশেষ সংবাদ