বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে গত ২৫শে ফেব্রুয়ারী রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শোভন রাংসাকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)জয়ন্তী রূপা রায়, নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতিশ্বর পাল, রেভিনিউ ডেপুটি কালেক্টর(রাজস্ব) মোঃ খায়রুল ইসলামসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।