‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ২৭শে ফেব্রুয়ারী রাজবাড়ী জেলার কালুখালী, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
কালুখালী উপজেলা প্রতিনিধি মোঃ ফজলুল হক জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে বর্ণাঢ্য র্যালী ও আলোচনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষ উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা আল মামুন। এসময় উপজেলা প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুল হক জোয়ার্দ্দার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত আলী মন্ডল, থানা অফিসার ইনচার্জ এর পক্ষে এস.আই সুবোধ প্রমুখ বক্তব্য রাখেন।
বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি তনু সিকদার সবুজ জানান, সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্ত্বরে থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সজল কুমার সোম, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর বিশ্বাস আলম, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর উপস্থিত ছিলেন।
গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মইনুল হক মৃধা জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বর একটি শোভাযাত্রা বের হয়ে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী।
এ সময় গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি(তদন্ত) উত্তম কুমার ঘোষ, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, উপজেলার চার ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য প্রমুখ।
সভা সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহমেদ।