ঢাকা রবিবার, মে ১৯, ২০২৪
রাজবাড়ীতে জেলা পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পুরস্কার বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০২-২৭ ১৪:৩১:১৯

 রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ২৭শে ফেব্রুয়ারী বিকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর জেলা পর্যায়ের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

 প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। 

 এ সময় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) জয়ন্তী রূপা রায় উপস্থিত ছিলেন। আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল। 

 জানা গেছে, জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় রাজবাড়ী জেলার ৫টি উপজেলা থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের  মধ্যে প্রথম স্থান অধিকারীরা অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীর মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

 ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল- অংক দৌড় ১০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, ক্রিকেট বল নিক্ষেপ, ভারসাম্যর দৌড়, সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে ছিল- নৃত্য, সংগীত, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা, আবৃতি,  চিত্রাংকন, কাবিং, গল্প বলা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা(বাংলা, ইংরেজি, গনিত)।

 জেলা পর্যায়ের বিজয়ীরা এরপর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

 

রাজবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
শহীদওহাবপুরে ড্রেজার ও বেকু দিয়ে ফসলী জমির মাটি উত্তোলনের হিড়িক
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পিআইবি’র মহাপরিচালকের শ্রদ্ধা
সর্বশেষ সংবাদ