ঢাকা শনিবার, জুলাই ২৭, ২০২৪
বালিয়াকান্দির দুই ফার্মেসীকে ভোক্তা অধিকারের জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০২-২৮ ১৫:৩৮:১৩

 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে গতকাল ২৮শে ফেব্রুয়ারী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলাতে দুই ফার্মেসীকে ২৪হাজার টাকা জরিমানা করেছে।
 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
 জানা গেছে, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বাজারের মেসার্স প্রীতি ফার্মেসীকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ২০ হাজার টাকা ও বহরপুর বাজারের মেসার্স আচার্য্য ফার্মেসীকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করার অপরাধে ৪হাজার টাকা জরিমানা করা হয়।
 তদারকি কার্যক্রম পরিচালনাকালে নিষিদ্ধ পণ্যের উৎপাদন ও বিক্রিরোধ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ রোধসহ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রি না করাসহ ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।

 

মাছপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন নতুন তারিখ ঘোষণা হয়নি
বসন্তপুরে এক বাড়ীতে ৩টি গরু চুরি॥গোয়াল ঘরে রেখে গেছে ছবি ও ঠিকানাসহ মানিব্যাগ
 অস্তিত্ব সংকটে বালিয়াকান্দি উপজেলার পৌণে চারশত বছরের নলিয়ার জোড় বাংলা মন্দির!
সর্বশেষ সংবাদ