ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
বিদ্যানন্দ ফাউন্ডেশন উদ্যোগে রাজবাড়ীতে ১০টাকায় মিলল হাজার টাকার পণ্য সামগ্রী
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০২-২৯ ১৫:০০:৫৮

 রাজবাড়ীতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল ২৯শে ফেব্রুয়ারী দুপুরে সদর উপজেলা পরিষদ হল রুমে ১০ টাকার হাট বসানো হয়েছে। এ হাটের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্য তুলে দেওয়া হয়েছে।
 প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। এ সময় হাটে উপস্থিত ২১০ জন মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্য নাম মাত্র মূল্যে বিক্রি করে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
 বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে দিনব্যাপী ১০ টাকার এ সুপার শপে পন্য কেনার কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান বক্তব্য রাখেন ।
 এ সময় বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার ভূমি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) হুমায়রা সুলতানা ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) রকিবুল হাসান পিয়াল বক্তব্য রাখেন।
 বাজারে আসা হতদরিদ্র লোকজন ১৬ প্রকারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ের সুযোগ পান। নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, ডাল, তেল, ডিম, চিনি, লবণ, লুডলস, আটা, মাছ, খাতা-কলম,ডাল, জুতা, মুরগিসহ নানান দ্রব্যাদি থেকে ১০টাকা মূল্যে ১০টি পণ্য ক্রয়ের সুযোগ পান তারা।
 সরেজমিনে ১০ টাকার রোজার বাজার ঘুরে দেখা গেছে, সেখানে ভোজ্যতেল এক লিটার ১টাকা, একটি ব্রয়লার মুরগী ১টাকা, ১টি মাছ ১টাকা, তিন কেজি চাল ১টাকা, এক ডজন ডিম ১টাকা, এক জোড়া স্যান্ডেল ১টাকা, একটি কাপড় ১টাকা, একটি-শার্ট ১টাকা, ৩টি কলম-১টি খাতা ১টাকা, দুই কেজি আটা ১টাকা, এক কেজি লবণ ১ টাকা, এক কেজি মসুর ডাল ১টাকা, এক কেজি ছোলা ১টাকা, ১প্যাকেট সুজি ১টাকা, ১কেজি চিনি ১টাকা ও ১প্যাকেট নুডলস ১টাকা।
 মনির শেখ নামের এক ক্রেতা বলেন, ১০ টাকায় তেল, মুরগী, ডিম, চালসহ কয়েক রকমের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনলাম। ১০ টাকা দিয়ে প্রায় ১২০০ থেকে ১৫০০ টাকার বাজার করেছি। এত অল্প টাকা দিয়ে ব্যাগ ভর্তি বাজার করে অনেক ভালো লাগছে।
 ঝর্ণা বেগম নামের এক উপকার ভোগী বলেন, খুবই আনন্দ লাগছে ১০টাকা দিয়ে বাজার করে। সামনে আসছে রমজান মাস। এই বাজার গুলো দিয়ে রমজান মাসের প্রথম কয়েকদিন ভালোই কাটবে।
 গোলাম মোস্তফা নামের এক উপকার ভোগী বলেন, বাজারে ব্যাগ ভর্তি বাজার করতে ১৫০০ থেকে ২০০০ টাকা লাগে, যা আমাদের মতন গরীব মানুষের পক্ষে সম্ভব না। বিদ্যানন্দের উদ্যোগে ১০টাকা দিয়ে আমরা আজকে ব্যাগ ভর্তি বাজার করলাম। অনেক আনন্দ লাগছে আমাদের।
 বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য মোহাম্মাদ জামাল উদ্দিন বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে স্বল্প আয়ের মানুষের খুব কষ্ট হচ্ছে। এছাড়াও সামনে রমজান মাস। তাই হতদরিদ্র ও অসহায় এমন মানুষের মুখে হাসি ফোটাতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ১০টাকার হাটের কার্যক্রম। বিদ্যানন্দ ফাউন্ডেশনের তালিকাভুক্ত ২১০ জন নি¤œ আয়ের মানুষ ১০ টাকার বিনিময়ে এসব পণ্য কিনেছেন। এতে সুবিধাভোগীরা ১০ টাকা দিয়ে প্রায় ১২০০ থেকে ১৫০০ টাকার মতো পণ্য পাচ্ছেন। আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
 অনুষ্ঠানের জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের পাশে থাকে। বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যে বাজার অনেক চড়া। সামনে আবার রমজান মাস। তাই অসহায় ও খেটা খাওয়া মানুষের জন্য আজকে ১০টাকার রোজার বাজারের আয়োজন করেছে। তাদের এই আয়োজনকে আমি সাধুবাদ জানায়। তাদের এমন কার্যক্রম অব্যহত থাকুক।

 

আন্তঃনগর মধুমতী এক্সপ্রেসে প্রায়ই যান্ত্রিক ত্রুটি॥বেড়েছে যাত্রী ভোগান্তি
রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সিরাজ-সম্পাদক উৎসব
১২তম জাতীয় আইনগত সহায়তা দিবস কাল
সর্বশেষ সংবাদ