ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে আ’লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
  • সুজন বিষ্ণু
  • ২০২৪-০৩-০৭ ১৪:১৪:২৯

নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করেছে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ। 

 দিবসটি পালন উপলক্ষে গতকাল ৭ই মার্চ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা।

 এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজবাড়ী-১ আসনে এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী, সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, হেদায়েত আলী সোহরাব, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, এডঃ শফিকুল আজম মামুন, সদস্য এস এম নওয়াব আলীসহ জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভার শুরুতে কোরআন তেলোয়াত করের মোঃ আবুল বাশার ও গীতাপাঠ করে এডঃ গৌতম বসু।

 আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলীর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল আজম মামুন, সদস্য আব্দুস সালাম মন্ডল, রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ ওয়াহিদুজ্জামান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, জেলা যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদা চৌধুরী তন্বী, মিজানপুর ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক লুৎফুর নাহার মিতা ও সাবেক ছাত্রলীগ নেতা এডঃ আশরাফুল আলম আশাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং রাজবাড়ী-১ আসনে এমপি কাজী কেরামত আলী বলেন, ঐতিহাসিক ৭ই মার্চের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। ১৯৭১ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণের মাধ্যমে পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বাঙালী জাতিকে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিলেন। প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়েছিলেন। জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ইতিমধ্যেই বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ