প্রতি বছরের ন্যায় এবারও কুয়েতি আমাল আল সাকলাওই’র অর্থায়নে পাংশা উপজেলার তেলিগাতি গ্রামের রইস উদ্দিন মিয়ার বাড়িতে গতকাল ১৬ই মার্চ পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
জানা যায়, গতকাল শনিবার সকালে এলাকার ২শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ বছর সহস্রাধিক দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।
কুয়েত প্রবাসী মোঃ রফিকুল ইসলাম ও তার ভাই মোঃ রেজাউল ইসলাম জানান, কুয়েতি আমাল আল সাকলাওই’র অর্থায়নে এ বছর সহস্রাধিক দরিদ্র পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হবে।
ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে- ২৫কেজি ওজনের ১বস্তা চাল, ৫কেজি আলু, ২লিটার সয়াবিন তেল, ২কেজি ছোলা, ২কেজি মসুর ডাল, ২কেজি চিনি, ২কেজি লবন, ২প্যাকেট সেমাই, ২কেজি ময়দা, ২কেজি মুড়ি ও ১কেজি খেজুর।