ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সমাবেশ
  • রফিকুল ইসলাম
  • ২০২৪-০৩-১৬ ১৫:৫৫:২৩

 ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৪ উপলক্ষে গতকাল ১৬ই মার্চ সকালে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বেনিনগর কালীতলার জেলে পল্লীতে জাটকা সংরক্ষণ বিষয়ক সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 রাজবাড়ী সদরের ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।  

 রাজবাড়ী সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোস্তফা-আল-রাজীবের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ আহমেদ বক্তব্য রাখেন।

 এ সময় অন্যান্যদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার মৎস্য সম্প্রসারণ অফিসার মোস্তফা কামাল, মিজানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মোঃ সফিকুল ইসলাম, সফি, রাজবাড়ী থানার এএসআই নাজমুল হক, মৎস্যজীবীদের পক্ষে মোঃ দারোগ আলী ও মোঃ আব্দুল জলিল মন্ডল বক্তব্য রাখেন।

 
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ