ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৪ উপলক্ষে গতকাল ১৬ই মার্চ সকালে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বেনিনগর কালীতলার জেলে পল্লীতে জাটকা সংরক্ষণ বিষয়ক সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী সদরের ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
রাজবাড়ী সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোস্তফা-আল-রাজীবের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ আহমেদ বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার মৎস্য সম্প্রসারণ অফিসার মোস্তফা কামাল, মিজানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মোঃ সফিকুল ইসলাম, সফি, রাজবাড়ী থানার এএসআই নাজমুল হক, মৎস্যজীবীদের পক্ষে মোঃ দারোগ আলী ও মোঃ আব্দুল জলিল মন্ডল বক্তব্য রাখেন।