ঢাকা মঙ্গলবার, মে ৭, ২০২৪
বালিয়াকান্দি উপজেলায় বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন
  • তনু সিকদার সবুজ
  • ২০২৪-০৩-১৭ ১৫:৫৮:১৮
বালিয়াকান্দি উপজেলা পরিষদের আয়োজনে গতকাল ১৭ই মার্চ সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে পুষ্পস্তবক অর্পণ করা হয় -মাতৃকণ্ঠ।

বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৭ই মার্চ সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে দিবসটি উপলক্ষ্যে বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মূরালে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এরপর উপজেলা পরিষদের পক্ষে থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি হাসিবুল হাসান, থানার পক্ষে অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ, স্কাউট সহ বিভিন্ন বিদ্যালয়, সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পন করেন।
 পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ফরিদপুর রেল স্টেশনে চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ দাবীতে অবস্থান কর্মসূচি
আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
সর্বশেষ সংবাদ