ঢাকা বৃহস্পতিবার, জানুয়ারী ২, ২০২৫
পাংশা বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৩-১৭ ১৬:১৩:৩১
পাংশায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তারা গতকাল রবিবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১৭ই মার্চ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ পালিত হয়েছে।

এ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, সরকারী, আধা সরকারী স্বায়ত্তশাসিত এবং বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শের উপর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ, জাতির পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়া মাহফিল ও মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা যায়, সকাল ১০টায় উপজেলা পরিষদের বঙ্গবন্ধু চত্বরে প্রথমে রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।

এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ ও প্রশাসন, পাংশা মডেল থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পাংশা সরকারী কলেজ, পাংশা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পাংশা বিদ্যুৎ সরবরাহ আবাসিক প্রকৌশলীর দপ্তর, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির পাংশা জোনাল অফিস, পাংশা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, পাংশা মহিলা কলেজ, পাংশা জর্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ, কাজী আব্দুল মাজেদ একাডেমী, অগ্রণী ব্যাংক পিএলসি পাংশা শাখা, পাংশা উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, পাংশা উপজেলা অফিসার্স ক্লাব, সোনালী ব্যাংক পিএলসি পাংশা উপজেলা কমপ্লেক্স শাখা, কশবামাজাইল শাখা ও মাছপাড়া শাখা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।

পাংশা উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের উপস্থাপনায় আলোচনা সভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন মোঃ ইয়ামিন আলী, পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টার, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার ও পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 গোয়ালন্দে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো নতুন বই
মিজানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন
কালুখালীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
সর্বশেষ সংবাদ