রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় গতকাল ১৭ই মার্চ সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কোরআন তেলওয়াত ও গীতাপাঠ দিয়ে শুরু হয় আলোচনা সভা।
আলোচনা সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রী ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
সভায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সহ-সভাপতি রেজাউল হক রেজা, জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, সহ-সভাপতি মহম্মদ আলী চৌধুরী, হেদায়েত আলী সোহরাব, ফকরুল জামান মুকুট, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল আজম মামুন, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, সদস্য আব্দুস সালাম মন্ডল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল, মহিলা আওয়ামী লীগের সভাপতি তানিয়া সুলতানা কংকন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদা চৌধুরী তন্বী, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খন্দকার সাইফুদ্দিন হাবিব, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসান ও জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিন শেখসহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ সময় জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্র লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় রেলপথ মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এবং রাজবাড়ী-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, আজ ১৭ই মার্চ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। মুক্তিযুদ্ধের এই মহানায়ক ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও জনগণের প্রতি অসাধারণ মমত্ববোধের কারণেই পরিণত বয়সে হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। তার হাত ধরেই আসে বাঙালির স্বাধীনতা, বিশ্বের বুকে জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধুর যারা সান্নিধ্য পেয়েছে তারা কেও জীবনে ভুলতে পারবে না। তার যে স্নেহ তার যে মায়ামমতা কোন দিনও ভুলবার নয়। বঙ্গবন্ধুর জন্ম না হলে এই দেশ স্বাধীন হতো না। দীর্ঘদিন সংগ্রাম করেছেন বাংলাদেশকে স্বাধীন করবার জন্য। পাকিস্তানিরা বঙ্গবন্ধুর হত্যার জন্য আগরতলা ষড়যন্ত্রে তাকে গ্রেফতার করেছিল। মানুষের ভালোবাসায় আন্দোলন করে তাকে ছাড়িয়ে নিয়ে আসছিল। মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিল বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে ঝাঁপিয়ে পড়ে আমরা দেশকে স্বাধীন করেছি। তারপরে কত ইতিহাস, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার জন্য কত চেষ্টা। চেষ্টা কি সফল হয়, যে একবার মানুষের বুকের মধ্যে জায়গা করে নেয় মানুষের অন্তরে জায়গা করে নেয় তাকে মুছে ফেলা এত সোজা না।