ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
বসন্তপুর ইউপি চেয়ারম্যানের ব্যক্তি উদ্যোগে মসজিদের ৯০ ইমামকে ঈদ উপহার প্রদান
  • আশিকুর রহমান
  • ২০২৪-০৩-২০ ১৫:৫২:১২
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সরদার ব্যক্তিগত উদ্যোগে গতকাল ২০শে মার্চ সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে ৯০ জন মসজিদের ইমামকে ঈদ উপহার প্রদান করেন -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সরদারের ব্যক্তিগত উদ্যোগে গতকাল ২০শে মার্চ সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে ৯০ জন মসজিদের ইমামকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। 

ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সরদার ঈদ উপহার হিসেবে ৯০ জন ইমামের হাতে পাঞ্জাবির কাপড় ও নগদ টাকা তুলে দেন।

এ সময় রাজবাড়ী জেলা ইমাম কমিটির সভাপতি হাফেজ মাওলানা মোঃ ইলিয়াস মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস, সদর উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা খন্দকার আব্দুল লতিফ, সদর উপজেলা ইমাম কমিটি ও বসন্তপুর ইউনিয়ন ইমাম কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ নাজমুল হক, সদর উপজেলা ইমাম কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল করিম, কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, বসন্তপুর ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি মুফতি মোঃ শহিদুল ইসলাম, বসন্তপুর ইউনিয়ন ইমাম কমিটির সাবেক সভাপতি হাফেজ মাওলানা মোঃ নেছার উদ্দিন, বর্তমান সহ-সভাপতি মাওলানা মোঃ লিয়াকত উল্ল্যাহ, মুফতি কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ মাওলানা মোঃ ইসমাইল হুসাইন, দপ্তর সম্পাদক মাওলানা মোঃ বেলাল হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা মোঃ মোবারক হুসাইন, সদস্য মাওলানা আব্দুল জব্বারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী জেলা ইমাম কমিটির সভাপতি হাফেজ মাওলানা মোঃ ইলিয়াস মোল্লা বলেন, বসন্তপুর ইউপি চেয়ারম্যান সবসময় আলেম ওলামাদের পাশে থাকেন। তারই ধারাবাহিকতায় আজ উনি ইমামদের মধ্যে ঈদ উপহার প্রদান করলেন। উপহার পেয়ে ইমামরা খুবই খুশি হয়েছেন।

বসন্তপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সরদার বলেন, ইউনিয়নবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের সেবা করার জন্য। আমি সবসময় ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আর আলেমরা পৃথিবীতে আল্লাহ্ তায়ালার বিধান প্রচার করছেন এবং পৃথিবীকে টিকিয়ে রেখেছেন। তাই আলেমদের অবদান অন্য কারো সঙ্গে তুলনা করা যাবে না। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আলেম ওলামাদের ঈদ উপহার দিলাম। তাদের সামান্য উপহার দিতে পেরে আমি খুবই আনন্দিত। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ