ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
পাংশা মডেল থানার উদ্যোগে ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা
  • ষ্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৩-২১ ১৭:০২:১৪
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পাংশা মডেল থানায় বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বক্তব্য রাখেন -মাতৃকণ্ঠ।

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পাংশা মডেল থানার উদ্যোগে থানাধীন বিভিন্ন রাষ্ট্রয়ত্ত ব্যাংক, বেসরকারী ব্যাংক, এজেন্ট ব্যাংকের ব্যবস্থাপক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার।

তিনি ব্যাংকের গ্রাহকদের সেবা নিশ্চিত করার জন্য পুলিশিং সহায়তা গ্রহন করার জন্য সকলকে অনুরোধ করেন। 

আলোচনা সভায় আসন্ন ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে বিভিন্ন শ্রেণীর প্রতারক, ছিনতাইকারী, কৌশল প্রয়োগকারী অপরাধ চক্র গ্রাহকদের টাকা ছিনিয়ে নেওয়ার জন্য ব্যাংকের ভিতরে ও বাহিরে তৎপর থাকার সম্ভাবনা রয়েছে। বিষয়গুলো মাথায় রেখে সকলকে ব্যাংকের সিসি ক্যামেরা সচল রাখা ও ব্যাংকের রাত্রীকালীন নিরাপত্তা পাহারা জোরদার করাসহ সকলকে সজাগ দৃষ্টি রাখার জন্য পরামর্শ প্রদান করা হয়।

পাংশা উপজেলা নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল-সভা
গোয়ালন্দে ছাত্রলীগের উদ্যোগে বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
সর্বশেষ সংবাদ