কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে গতকাল ২১শে মার্চ শিক্ষক, ঈমান, সাংবাদিক ও স্বাস্থ্য কর্মীদের অংশগ্রহণে দিনব্যাপী খাদ্য নিরাপত্তা ও খাদ্য পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী সিভিল সার্জনের কার্যালয় কর্তৃক আয়োজিত কর্মশালায় দিক নির্দেশনা মুলক আলোচনা করেন কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন।
এ সময় কালুখালী আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আকতার হোসেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোকারেমা মানজুরা ও মেডিকেল অফিসার ডাঃ সাখাওয়াত হোসেন খানসহ অন্যান্যরা আলোচনা করেন।