ঢাকা বুধবার, জুলাই ৩০, ২০২৫
প্রধানমন্ত্রীর প্রয়াত প্রেস সচিব ইহসানুল করিমের আত্মার শান্তি কামনায় দোয়া
  • ষ্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৩-২১ ১৭:২১:৫৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য প্রয়াত প্রেস সচিব ইহসানুল করিমের আত্মার শান্তি কামনায় গতকাল ২১শে মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় মসজিদে বাদ জোহর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
 
উক্ত দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোঃ সালাউদ্দিন, প্রধানমন্ত্রীর স্পীচ রাইটার মোঃ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রয়াত প্রেস সচিব ইহসানুল করিমের ছেলে মাইনুল আলম(আভাস) এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তাবৃন্দ এবং পিএমও কার্যালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, ইহসানুল করিম হেলাল গত ১০ই মার্চ চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইন্তেকাল করেন এবং পরদিন ১১ই মার্চ বাদ জোহর বনানী কবরস্থানে তৃতীয় নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
ফিউচার ইনভেস্টমেন্ট গ্লোবাল কনফারেন্সে প্রধান উপদেষ্টাকে সৌদি যুবরাজের আমন্ত্রণ
পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার সবচেয়ে বেশি প্রয়োজন--বিএনপির মহাসচিব
বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোনের শিক্ষার্থী রাজবাড়ীর জারিফের ঢাকায় দাফন সম্পন্ন
সর্বশেষ সংবাদ