ঢাকা শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
গোয়ালন্দে অবৈধ ভাবে মাটিবাহী ট্রাক ও ড্রেজিং চলবে না ঃ ইউএনও’র হুশিয়ারী
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৩-২৪ ১৫:৩৮:০৭

গোয়ালন্দে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা চলবেনা। হয় আমি গোয়ালন্দে থাকবো, না হয় এখান থেকে চলে যাবো। যারা এ কাজে সংযুক্ত আছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 গতকাল ২৪শে মার্চ বিকালে গোয়ালন্দ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাটি খেকোদের উদ্দেশ্যে এ কঠোর হুশিয়ারি দিয়েছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র।
 এ সময় তিনি আরও বলেন, কয়েকদিন আগে দৌলতদিয়া ৭নম্বর ফেরী ঘাটে অবৈধভাবে বালু বহনকৃত একটি ট্রাকের চাপায় ১জন শিশু নিহত হয়েছে। এ বিষয়ে তৎক্ষনাৎ বালু উত্তোলনকৃত ভেকু ও জনতার দেয়া আগুনে পুড়ে যাওয়া ট্রাক জব্দ করেছি। তাছাড়া রাতের আঁধারে লুকিয়ে লুকিয়ে যারা ভেকু দিয়ে বিভিন্ন স্থান থেকে মাটি কেটে জাতীয় মহাসড়ক দিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করছে তাদেরকেও আমরা অতিদ্রুত আইনের আওতায় আনবো এবং উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ড্রেজিং বসিয়ে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নিবে। আমি কথা দিচ্ছি কোন প্রকার অবৈধভাবে বালু, মাটি কাটা চলবেনা। 
 গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ,  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, গোয়ালন্দ ঘাট থানার এস.আই মোঃ আজিজ, উজানচর ইউপি চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন, সাবেক সভাপতি রাশেদুল হক রায়হান, সাধারণ সম্পাদক মোঃ শামীম শেখসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 এছাড়াও সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য ব্যবস্থা নেয়া, দৌলতদিয়ায় বিভিন্ন ফার্মেসীতে ও মুদি দোকানে যৌন উত্তেজক ওষুধ বিক্রি বন্ধে মোবাইল কোর্ট, যৌনপল্লীর সামনে সড়কে অবাধে যৌনকর্মীদের ঘোরাফেরা বন্ধে নির্দেশনা, বাজার মনিটরিং, অবাধে অতিরিক্ত গতিতে নম্বর বিহীন মোটর সাইকেল বন্ধে ব্যবস্থা, খোল ট্রাকে বালু পরিবহন বন্ধে মোবাইল কোর্ট, পোড়াভিটায় মাদকের ওপর নিয়মিত অভিযান চালিয়ে মাদককারবারী ও সেবীদের গ্রেফতার, চুরি, মাদকদ্রব্য বেচাকেনা এবং সেবন বন্ধে সচেতনতা বাড়াতে প্রচার প্রচারণা করা, মাইকিং বন্ধে কঠোর হস্তক্ষেপ, ডাকাতি সহ উপজেলার আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা এবং সেগুলো বাস্তবায়ন করা নিয়ে আলোকপাত করা হয়।

 

গোয়ালন্দে পদ্মা থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন॥প্রশাসন নীরব
 পাংশা উপজেলা প্রশাসনের পৃথক তিনটি সভা অনুষ্ঠিত
কালুখালীতে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
সর্বশেষ সংবাদ