রাজবাড়ী জেলার পাংশার মৈশালা পালপাড়ার গৃহবধূ দীপা রানী পাল(২২) এর আত্মহত্যার প্ররোচনার মামলার আসামী মাসুদ বিশ্বাস (২৫)কে থানা পুলিশ গ্রেফতার করেছে।
গতকাল ৪ঠা জুলাই দুপুরে গ্রেফতারকৃত মাসুদ বিশ্বাসকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় বলে বিষয়টি জানান পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।
গ্রেফতার মাসুদ বিশ্বাস পাংশা উপজেলার মৈত্রীডাঙ্গী এলাকার চাঁদ আলী বিশ্বাসের ছেলে।
জানা যায়, গত ১১ই জুন রাত সাড়ে ৯টা দিকে নিহত দীপা রানী পাল কাউকে কিছু না বলে বাড়ী থেকে বের হয়। পরদিন ১২ই জুন ভোরে ৩ ব্যক্তি দীপা রানী পালকে বাড়ীতে রেখে যায়। এর কয়েক ঘন্টা পর ঘরের সিলিংয়ের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে দীপা রানী পাল।
এই ঘটনার ২দিন পর গত ১৩ই জুন সন্ধ্যায় দীপা রানীর পিতা বাদী হয়ে পাংশা মডেল থানায় মেয়েকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সাগর খান, সালাম, মাসুদ ও শাহাদাতের নাম উল্লেখসহ ২/৩ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করে।
ঘটনার পর থেকে এই মামলার এজাহারভুক্ত আসামীরা আত্মগোপনে ছিলো। গত ৩রা জুলাই দিনগত রাতে আসামী মাসুদ বিশ্বাসকে পাংশা থেকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। এরআগে গত ২৯শে জুন এই মামলার আরেক এক আসামী সালামকে গ্রেফতার করে র্যাব-১০। এই মামলার অপর দুই আসামী সাগর খান ও শাহাদাত পলাতক রয়েছে।
নিহত দীপা রানী পাংশা পৌর এলাকার মৈশালা পালপাড়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মিঠুন পালের স্ত্রী। ছয় বছর আগে তাদের বিয়ে হয় এবং তাদের ঘরে ৫বছর বয়সী দুইটি যমজ পুত্র সন্তান রয়েছে।