ঢাকা শনিবার, জুলাই ৫, ২০২৫
রাজবাড়ীতে বিআরইএল’র কার্যালয়ে শ্রমিক সমাবেশ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৭-০৪ ১৫:২৭:৩৪

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ৪ঠা জুলাই রাতে শহরের আজাদী ময়দানে বিআরইএলের কার্যালয়ে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজবাড়ী পৌরসভা শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আমীর ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী এডঃ মোঃ নূরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, জেলা বায়তুল মাল সম্পাদক মোঃ ফেরদৌস রহমান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক হেলাল উদ্দিন, পৌর জামায়াতের আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সভাপতি এডঃ রঞ্জু বিশ্বাস ও জেলা সেক্রেটারী মোঃ কবির উদ্দিন বক্তব্য রাখেন।
 অন্যান্যের মধ্যে শ্রমিক নেতা হাফেজ শিহাব উদ্দিন ঢ আব্দুল কুদ্দুস প্রমুখ বক্তব্য রাখেন।

 

জমি নিয়ে বিরোধ॥মামাকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করলো ভাগ্নে
রাজবাড়ী সরকারী কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদায়ন
 রাজবাড়ীতে আল্লা নেওয়াজ খায়রু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দিশারী সংঘ
সর্বশেষ সংবাদ