রাজবাড়ীতে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ গতকাল ৪ঠা জুলাই বিকেলে জেলা স্টেডিয়ামে ফুটবল অনুষ্ঠিত হয়।
ম্যাচে শহীদ আবু সাঈদ স্মৃতি একাদশ ও শহীদ ওয়াসিম স্মৃতি একাদশ অংশগ্রহণ করে।
খেলার নির্ধারিত সময়ে শহীদ ওয়াসিম স্মৃতি একাদশ ৪-১ গোলে আবু সাঈদ স্মৃতি একাদশকে হারিয়ে বিজয়ী হয়। খেলার পুরোটা সময়ই উভয় দলই তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন।
প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু ও বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা কৃষক দলের সদস্য সচিব ও রাজবাড়ী সরকারী কলেজের সাবেক ভিপি একেএম সিরাজুল আলম চৌধুরী বক্তব্য রাখেন।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ম্যাচের আয়োজক জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, জুলাই স্মৃতিকে ধরে রাখতে এবং জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ ও শহীদ ওয়াসিমের স্মৃতি ধরে রাখতেই এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এই আয়োজনটি অন্যান্য সংগঠনকেও করতে আহ্বান জানাচ্ছি। আমরা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবো।
জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু বলেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। জুলাই স্মৃতিকে ধরে রাখার জন্য শহীদ আবু সাঈদ ও শহীদ ওয়াসিমের স্মরণে আজকের এই ফুটবল ম্যাচ। এই ফুটবল ম্যাচের মাধ্যমে আমরা জুলাইকে স্মরণ রাখবো এবং শহীদদের স্মৃতিকে ধরে রাখবো। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে এবং আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।