ঢাকা শনিবার, জুলাই ৫, ২০২৫
গোয়ালন্দে আশুরা উপলক্ষে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী প্রদান
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৭-০৪ ১৫:২৭:১০

পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দে উপজেলার ১০টি ইমাম বাড়ীতে নজরানা হিসেবে প্রতি বছরের ন্যায় এবারও খাদ্য সামগ্রী উপহার দিয়েছে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন।
 গত ৩রা জুলাই বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত এ খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়। 
 সংগঠনের সদস্যরা জানান, সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইনের সার্বিক সহযোগিতায় “হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের” উদ্যোগে ১০টি ইমাম বাড়ীতে নজরানা স্বরূপ প্রত্যেকটি ইমামবাড়ীতে ৪ বস্তা করে চাউল, ১ বস্তা করে চিনি মোট ৪০ বস্তা চাউল ও ১০ বস্তা চিনি উপহার দেন তারা।
উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ সুলতান শেখ, সদস্য মোঃ আতিয়ার রহমান ও ইব্রাহিম মাহমুদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

পাংশায় গৃহবধূ দীপা রানী আত্মহত্যার প্ররোচনা মামলার আরো ১জন গ্রেপ্তার
 গোয়ালন্দ মঠ মন্দিরে জেলা বিএনপি নেতা এডঃ আসলাম মিয়ার আর্থিক সহযোগিতা
 গোয়ালন্দ মোড়ের আঞ্চলিক কার্যালয়ে বিএনপির ৪টি ইউনিয়নের প্রতিনিধি সভা
সর্বশেষ সংবাদ