ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
রাজবাড়ীতে তিন দিনব্যাপী বিতর্ক কর্মশালার উদ্বোধন
  • ষ্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৩-২৯ ১৫:২৭:২৬

রাজবাড়ী ডিবেট এসোসিয়েশন (আরডিএ)-এর উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১০টায় মেজবাহ্ উল করিম রিন্টু সাংস্কৃতিক কেন্দ্র (ঘরছাড়া)তে তিন দিনব্যাপী বিতর্ক কর্মশালা শুরু হয়েছে।
 রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম। 
 এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, সরকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ সিনহা, পুলিশ পরিদর্শক মোঃ জিল্লুর রহমান ও শিশু রাজ্যের অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ। অনুষ্ঠান সঞ্চলনা করেন আরডিএর সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন। 
কর্মশালা পরিচালনা করেন আরডিএর যুগ্ম সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশন(জুডো) এর সাধারণ সম্পাদক আহনাফ তাহমিদ খান রাইয়ান ও আরডিএর যুগ্ম-সাধারণ সম্পাদক তাবাসসুম লিসা।
 তিন দিনব্যাপী কর্মশালায় প্রায় ১০০ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করছে। এছাড়া বিগত দুই মাস ব্যাপী অনুষ্ঠিত কলেজ ডিবেট মুভমেন্টে অংশগ্রহনকারী ছাত্র-ছাত্রীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ