পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে গতকাল ৩রা এপ্রিল সন্ধ্যায় সমবায় ভবনের নিচতলায় সংক্ষিপ্ত আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তরের রাজবাড়ী প্রতিনিধি হেলাল মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি মোঃ শিহাবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আলোচনা সভায় রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সিনিয়র সাংবাদিক এম দেলোয়ার হোসেন ও দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার উপদেষ্টা সম্পাদক আবুল কালাম বক্তব্য রাখেন।
এ সময় সহ-সভাপতি আসহাবুল ইয়ামিন রয়েন, সহ-সভাপতি ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, সহ-সম্পাদক বার্তা-২৪ এর জেলা প্রতিনিধি মোঃ সোহেল মিয়া, দৈনিক ইত্তেফাকের রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক দৈনিক বর্তমানের রাজবাড়ী প্রতিনিধি মতিন মোল্লা, অর্থ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের স্টাফ রিপোর্টার মোঃ রফিকুল ইসলাম, সদস্য ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি মীর সামসুজ্জামান সৌরভ, বাংলা ট্রিবিউনের মঈনুল হক মৃধা, দৈনিক আজকালের খবরের মহসিন হক মৃধা ও সাপ্তাহিক রাজবাড়ী সংবাদের স্টাফ রিপোর্টার সুজন বিষ্ণুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ মনির হোসেন।