ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৪-০৫ ১৭:৪৬:১০

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে সকল প্রস্ততি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন ও ঘাট কতৃপক্ষ।
 ইতিমধ্যে রাজবাড়ী জেলা ও গোয়ালন্দ উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নিয়ে সমন্বয় সভা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। 
 সর্বশেষ গত ৩রা এপ্রিল বিকেল ৪টায় রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ দৌলতদিয়া ট্রাক টার্মিনালে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে মত বিনিময় সভা করেছেন। তিনি যাত্রী সাধারনের কোন রূপ হয়রানী ছাড়াই নির্বিঘ্নে পারাপারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে সকলকে নির্দেশ দিয়েছেন। সেইসাথে ঘাট নির্ভর ছোট ছোট ব্যবসায়ী, রিক্সা চালক, অটোচালক প্রভৃতির প্রতি যাতে কেউ নির্দয় আচরণ না করে সে দিকেও খেয়াল রাখতে বলেছেন।
 সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় ঘাটে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে কাজ শুরু করেছে। তবে ফেরীতে জুয়া খেলা ও ছিনতাই রোধে ফেরীর প্রতিটি ট্রিপে পুলিশ পাহাড়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। লঞ্চে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন ঠেকানো এবং পর্যাপ্ত জীবন রক্ষাকারী সরঞ্জাম রাখারও দাবি জানানো হয়েছে।
 বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে পারাপার করতে ১৫টি ফেরী, ২০টি লঞ্চ এবং ১০টি স্পিডবোট চলাচল জন্য প্রস্তুত রেখেছে ঘাট কর্তৃপক্ষ।  

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ