ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
সুলতানপুর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ
  • মাহফুজুর রহমান
  • ২০২৪-০৪-০৮ ১৭:৫৫:১০

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদে গতকাল ৮ই এপ্রিল দিনব্যাপী ইউনিয়নের ১০৭৭ জনের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। 
 সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আশিকুর রহমান এ চাল বিতরণ করেন। এ সময় ১০৭৭ জনের প্রত্যেকে ১০ কেজি চাল বিনামূল্যে বিতরণ করা হয়।
 বিতরণকালে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন রাজবাড়ী সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মিলন ফকীর ও ইউনিয়ন পরিষদ সচিব মোঃ জহির উদ্দিনসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ