ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দে উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১৭ই এপ্রিল উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র।
সভায় অন্যান্যের মধ্যে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফারসিম তারান্নুম হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকনউজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান খান, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, প্রবীণ শিক্ষক নির্মল কুমার চক্রবর্তী ঢ গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।