ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে তিন নতুন অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব বণ্টন
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৪-০৪-২১ ১৭:৫০:২১

রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে যোগদানকৃত নতুন অতিরিক্ত জেলা প্রশাসকদের মধ্যে দায়িত্ব বণ্টন ও পুনঃবণ্টন করা হয়েছে।
 গতকাল ২১শে এপ্রিল জেলা প্রশাসক আবু কায়সার খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
 জানা গেছে, জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুন তার পূর্বের পদেই থাকছেন। সম্প্রতি যোগদানকৃত অতিরিক্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিককে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), অতিরিক্ত জেলা প্রশাসক মহুয়া শারমিন ফাতেমাকে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) এবং যোগদানকৃত জেলা প্রশাসক জ্যোতিশ্বর পালকে অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
 উল্লেখ্য, গত ১৭ই জানুয়ারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার এক প্রজ্ঞাপনে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পালকে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। তিনি গত ১৮ই ফেব্রুয়ারী যোগদান করেন।
 অপরদিকে গত ১৫ই ফেব্রুয়ারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার এক প্রজ্ঞাপনে সিলেট জেলার গোয়াইন ঘাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিককে রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। তিনি গত ১লা এপ্রিল রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।
 এরপর গত ২০শে ফেব্রুয়ারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার অপর এক প্রজ্ঞাপনে সিলেট জেলার ওসমানী নগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমাকে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হলে তিনি গত ৮ই  এপ্রিল রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।
 অপরদিকে, গত ১৫ই ফেব্রুয়ারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগ অভ্যন্তরীণ নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রায়কে সিনিয়র সহকারী প্রধান, পরিকল্পনা কমিশন হিসেবে দায়িত্ব পালনের লক্ষ্যে পরিকল্পনা বিভাগে পদায়ন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহাকে রাজশাহী ওয়াসায় পদায়ন করা হয়। সূবর্ণা রাণী সাহা ২০২১ সালের ১১ই জুলাই রাজবাড়ী জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করে ২বছর ৯ মাস ১০দিন রাজবাড়ী জেলায় কর্মরত ছিলেন।
 গতকাল ২১শে এপ্রিল বিদায়ী অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহা ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রায় নতুন কর্মস্থলে যোগদানের জন্য রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় থেকে অবমুক্ত হয়েছেন।  

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ