॥মীর সামসুজ্জামান সৌরভ॥ ‘সুখে ভরবে আগামী দিন, পেনশন হবে সর্বজনীন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ২১শে এপ্রিল সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের উদ্যোগে কালেক্টরেটের সম্মেলন কক্ষে ‘সর্বজনীন পেনশন স্কিম’ বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রাণী সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাফর সাদিক চৌধুরী, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাশেদ কবির, ওজোপাডিকো রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন-অর-রশিদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস, জেলা মৎস্য অফিসার মোঃ মশিউর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আলিফ নূর, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম, রাজবাড়ী আনসার ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাঃ রেজাউল হাসান, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রতীশ চন্দ্র সেন, রাজবাড়ী আঞ্চলিক পার্সপোট অফিসের সহকারী কমিশনার মোঃ আবজাউল আলম, রাজবাড়ী পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মোঃ দেলোয়ার হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ জাহিদ, বিসিক শিল্প নগরীর সহকারী মহা ব্যবস্থাপক চয়ন বিশ্বাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের প্রতিনিধি প্রোগ্রাম অফিসার তাহমিদা খানম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর প্রতিনিধি সহকারী প্রকৌশলী মোহাম্মদ নাইমুজ্জামান বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের প্রতিনিধি জেলা প্রশিক্ষণ অফিসার গোলাম রসূল, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাসসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের প্রতিনিধি, এনজিওকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, সরকারী-বেসরকারী আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সর্বজনীন পেনশন স্কিমের উল্লেখযোগ্য দিকসমূহের উপর আলোকপাত করা হয় এবং উপস্থিত সকলকে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে নাগরিকদের সচেতন করতে তথা এ স্কিম গ্রহণে তাদের উদ্বুদ্ধ করতে আহবান জানানো হয়। এ পর্যন্ত রাজবাড়ীর বিভিন্ন উপজেলায় মোট ১৯১ জন সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন প্যাকেজ গ্রহণ করেছেন এবং এই সংখ্যাটি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বলে সভায় জানানো হয়।