ঢাকা শনিবার, জুলাই ২৭, ২০২৪
ভোক্তা অধিকারের অভিযানে পাংশায় ইউনিক মেডিকেল হলকে বিশ হাজার টাকা জরিমানা
  • ষ্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৪-২২ ১৯:২৬:০৬

প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে গতকাল ২২ শে এপ্রিল রাজবাড়ীর পাংশা স্টেশন সড়কে মেসার্স ইউনিক মেডিকেল হল নামে একটি ফার্মেসীকে ২০হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, জেলার বিভিন্ন উপজেলায় প্রতিদিনই বাজার তদারকি অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল ২২ শে এপ্রিল পাংশা স্টেশন সড়কে বিভিন্ন ফামের্সীতে অভিযান চালানো হয়। অভিযানে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে মেসার্স ইউনিক মেডিকেল হল ফার্মেসীকে ২০হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তার এ কর্মকর্তা।

মাছপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন নতুন তারিখ ঘোষণা হয়নি
বসন্তপুরে এক বাড়ীতে ৩টি গরু চুরি॥গোয়াল ঘরে রেখে গেছে ছবি ও ঠিকানাসহ মানিব্যাগ
 অস্তিত্ব সংকটে বালিয়াকান্দি উপজেলার পৌণে চারশত বছরের নলিয়ার জোড় বাংলা মন্দির!
সর্বশেষ সংবাদ