ঢাকা বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
স্থানীয় নির্বাচনে এমপি ও মন্ত্রীরা প্রভাব বিস্তার করতে পারবে না--নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৪-০৪-২৯ ১৮:১৮:১১

নির্বাচন কমিশনার মোঃ আলমগীর বলেছেন স্থানীয় নির্বাচনে কোন এমপি ও মন্ত্রীরা প্রভাব বিস্তার করতে পারবে না। প্রভাব বিস্তার না করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা তাদের আহ্বান জানিয়েছি, এছাড়াও সরকারের পক্ষ থেকে ও দল থেকে তাদের নিষেধ করা হয়েছে।
 গতকাল ২৯শে এপ্রিল সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 নির্বাচন কমিশনার মোঃ আলমগীর বলেন, আমরা কিছুদিন আগে জেলা প্রশাসক, জেলার পুলিশ সুপার, সরকারে যারা সচিব রয়েছেন ও উর্ধতন কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমরা সভা করেছি। সেখানে একটা বার্তায় দেওয়া হয়েছে যে এমপি ও মন্ত্রীরা কোন প্রভাব বিস্তার করতে পারবে না। প্রভাব বিস্তার দুইরকম রয়েছে একটা দৃশ্যমান ও আরেকটি অদৃশ্যমান। কোন এমপি ও মন্ত্রী যদি প্রার্থীর সাথে প্রচার প্রচারণায় থাকেন, প্রার্থীর সভায় থাকেন অথবা টেলিফোনে বা ভিডিও বার্তা পাঠাচ্ছেন প্রার্থীর পক্ষে সেইরকম কিছু হলে আমাদের যে আচরণ বিধিমালা রয়েছে তা মেনে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিয়েছি।
 নির্বাচন কমিশনার বলেছেন, গতকাল যে নির্বাচন হয়েছে সেখানে ভোটার উপস্থিতি ভালো ছিলো। কোন কোন ভোটকেন্দ্রে ৭০ শতাংশ ও কোন কোন ভোট কেন্দ্রে ৮০ শতাংশ, আবার কোথাও ৬০ শতাংশ ভোটার উপস্থিতি ছিলো এই গরমের মধ্যে। মানুষের মধ্যে এখন একটা আস্থা এসেছে যে ভোট দেওয়া যায়, আমার ভোট আমি দিতে পারবো। আমরা আশা করি রাজবাড়ীতে যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানেও ভোটার উপস্থিতি ভালো হবে। তবে এই তীব্র গরমে মানুষের একটু কষ্ট হবে তবে বাংলাদেশের মানুষ ভোটকে উৎসব হিসেবে মনে করে।
 নির্বাচন কমিশনার মোঃ আলমগীর বলেছেন, বড় দলগুলোর তেমন প্রভাব নেই। দলীয় ভাবে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে না। তবে তাদের সমর্থকরা অনেকেই প্রার্থী হয়েছে। দল থেকে তারা সমর্থন পাচ্ছেন না। অপরদিকে আওয়ামী লীগ দলীয় প্রতীকে নির্বাচন অংশ নিচ্ছেন না। তারা স্বতন্ত্র নির্বাচন করছে। তারাও দল থেকে কাউকে সেভাবে সমর্থন দিচ্ছেন না। স্থানীয় ভাবে কোন মাননীয় এমপি-মন্ত্রী অথবা সরকারের কোন কর্মকর্তা যারা সরকারের বিভিন্ন পর্যায়ে আছেন তাদের আত্মীয়-স্বজন থাকলে তারা তাদের সমর্থন নিবেন, প্রচার প্রচারণায় অংশ নিবেন, সে বিষয়ে তাদের কঠোর বার্তা দেওয়া হয়েছে। তারা পক্ষ নিতে পারবেন না। সেক্ষেত্রে তারা পক্ষ নিলে প্রার্থীর বাতিল হবে এবং যেই এমপি বা মন্ত্রী বা সরকারী কর্মকর্তা পক্ষ নিবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
 রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ পিপিএম(সেবা), বিজিবি ৪৭ ব্যাটেলিয়ানের উপ-অধিনায়ক মেজর রকিবুল ইসলাম, ফরিদপুর র‌্যাব-১০ এর কোম্পানী কমান্ডার কে এম শাইখ আক্তার, রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোরশেদা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, রাজবাড়ীর সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সকল থানার অফিসার ইনচার্জগণ, গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ অলিউল ইসলাম, জেলার বিভিন্ন সরকারী দপ্তরের উর্ধতন কর্মকর্তাগণসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
একই জমি দুইবার বিক্রির অভিযোগে প্রতারক মজিবরের বিরুদ্ধে আদালতে মামলা॥সমন জারি
অর্থনৈতিক শুমারির ২দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
সর্বশেষ সংবাদ