ঢাকা বুধবার, মে ২২, ২০২৪
রাজবাড়ীর পথে প্রান্তরে দৃষ্টিনন্দন কৃষ্ণচূড়া
  • দেবাশীষ বিশ্বাস
  • ২০২৪-০৪-৩০ ১৮:৩২:৩৭

রাজবাড়ীর পথে-প্রান্তরে, বিভিন্ন দপ্তরের আঙ্গিনায় লাল রঙের কৃষ্ণচূড়ার সৌন্দর্য ছড়িয়ে পড়েছে। গ্রীষ্মের ছোঁয়া লাগার পর অপরূপ সাজে প্রকৃতিকে সাজিয়েছে এই কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া পথচারীদের দৃষ্টি কেড়েছে। ফুলের রক্তিম আভা ছড়ানোর মাধ্যমে প্রকৃতিকে সাজিয়ে তুরেছে অপরূপ সাজে। 
 রাজবাড়ীতে এক সময় প্রচুর কৃষ্ণচূড়া ফুলের গাছ দেখা যেত। সময়ের বিবর্তনে কৃষ্ণচূড়া গাছ অনেক কমে গেছে। শহরের পাবলিক হেলথ মোড়, সদর হাসপাতাল, জেলা প্রশাসক কার্যালয়, গোদার বাজার বিনোদন কেন্দ্রসহ বিভিন্ন এলাকায় কৃষ্ণচূড়া শোভা পাচ্ছে।
 প্রচন্ড রৌদ্দুর আর অসহ্য গরমে কৃষ্ণচূড়া প্রকৃতিকে রঙিন করে তুলেছে। তবু মানুষ চলার পথে একবার তাকিয়ে দেখছেন কৃষ্ণচূড়া লাল সৌন্দর্য।  
 জানা গেছে, কৃষ্ণচূড়ার আদি নিবাস মাদাগাসকার দ্বীপে। ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দেশে এটি ‘গুলমোহর’ নামে পরিচিত। বাংলাদেশ, ভারত  ও পাকিস্তান কৃষ্ণচূড়া গাছ আছে। কৃষ্ণচূড়া মধ্যম আকৃতির ঝরা বৃক্ষ। এর বৈজ্ঞানিক নাম ফবষড়হরী ৎবমরধ। কৃষ্ণচূড়া ফুরের বড় চারটি পাপড়ি যুক্ত। এপ্রিল থেকে জুলাই মাসজুড়ে এই ফুল শোভা বর্ধন করে। বসন্তের শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত এই ফুলের সৌন্দর্য।
 গতকাল ৩০শে এপ্রিল দুপুরে জান্নাতুল প্রিয়া বলেন, হাসপাতালে আসছিলাম ডাক্তারের কাছে। প্রচন্ড গরম এখানে। হাসপাতালের মূল প্রবেশপথ দিয়ে ভেতরে যাওয়ার সময় চোখে পড়ে কৃষ্ণচূড়া গাছ। হাসপাতাল চত্ত্বরে দুইটা গাছে ফুল ফুটেছে। তীব্র তাপদাহে গাছগুলো ছায়া দেওয়ার পাশাপাশি সৌন্দর্য ছড়াচ্ছে।
 মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসির বলেন, কৃষ্ণচূড়া ফুল গাছ এখন কমে গেছে। তবে কৃষ্ণচূড়া সত্যি দৃষ্টিনন্দন ফুল। প্রচন্ড তাপদাহে এই ফুল কবিদের আকৃষ্ট করবেই। কৃষ্ণচূড়া নিয়ে অনেক কবিদের লেখা রয়েছে।
 রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবুল কালাম আজাদ বলেন, আমরা সাধারণ কৃষি নিয়ে কাজ করি। তবে প্রকৃতি কৃষির অংশ। প্রকৃতির শোভা বর্ধনে কৃষ্ণচূড়া গাছ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে

রাজবাড়ী সদর উপজেলায় চেয়ারম্যান নওয়াব  আলী॥ভাইস চেয়ারম্যান রাজু ও লুৎফন নাহার
রাজবাড়ীতে নির্বাচনের কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
রাজবাড়ীতে বিএনপির নেতা আফছার সরদারের ইন্তেকাল
সর্বশেষ সংবাদ