ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
প্রতিষ্ঠার ৭৫তম বছর বর্ণাঢ্যভাবে উদযাপন করবে আওয়ামী লীগ
  • ষ্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৪-৩০ ১৮:৫৭:৪২

প্রতিষ্ঠার ৭৫তম বছর পূর্তি বর্ণাঢ্যভাবে উদযাপন করবে বাংলাদেশ আওয়ামী লীগ।
গতকাল মঙ্গলবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে গণভবনের সামনে উপস্থিত সাংবাদিকদের  এ কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে প্রধানমন্ত্রীর বাসবভন গণবভনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
ওবায়দুল কাদের বলেন, এ বছর ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি জাঁকজমকভাবে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বৈঠকে ১৭ইমে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস,শেখ কামালের জন্ম দিবস, ১৫ই আগস্টসহ বিভিন্ন দিবস পালন নিয়ে আলোচনা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, উপজেলা নির্বাচন নিয়ে নির্বাহী কমিটির বৈঠকে কোনো আলোচনা হয়নি। তবে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সাংগঠনিক নির্দেশনা অমান্য করলে সময় মতো ব্যবস্থা নেওয়া হবে।

অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের ৪টি অভিযান
বাড়ি বাড়ি ভোটার হালনাগাদ: দশ দিনের প্রশিক্ষণ ব্যয় দশ কোটি টাকা
বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা-----প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ সংবাদ