ঢাকা শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
গোয়ালন্দে তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ
  • ষ্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৫-০২ ১৭:৪৮:৪০

রাজবাড়ী জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল ২রা মে বিকালে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার’ প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 রাজবাড়ী জেলা তথ্য অফিসার রেখার সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলার নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র। 
 এ সময় বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলার সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম, বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ফরিদা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
 এছাড়াও অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী আব্দুল খালেক ও বাহাদুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। 
 অনুষ্ঠানে ভিডিওকলে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক(প্রচার ও সমন্বয়) হাছিনা আক্তার। 
 মহিলা সমাবেশে স্মার্ট বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ, পরিবেশ সুরক্ষা, সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন পরিকল্পনা, সরকারি বিভিন্ন সেবা প্রাপ্তি, স্বাস্থ্য, শিক্ষা,  স্যানিটেশন, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, মাদক, সন্ত্রাস, গুজব ও অপপ্রচার প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি, নারীর ক্ষমতায়ন, সরকারী শিক্ষা সহায়তা কর্মসূচি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। 
 প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র সরকার গৃহীত মেগা প্রকল্পসমূহ যেমন পদ্মা সেতু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্যানেল, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক কেন্দ্র, সরকার গৃহীত আশ্রয়ণ প্রকল্প নিয়ে বক্তব্য রাখেন। তিনি ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রান্তিক পর্যায়ে জনগণের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। পরিবার এবং সমাজ তথা রাষ্ট্রীয় পর্যায়ে নারীর ক্ষমতায়ন কতটা জরুরী এবং ক্ষমতায়িত নারী কীভাবে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন সে বিষয়ে উপস্থিত মা বোনদের সচেতন করেন। তিনি বলেন, শিক্ষিত, সচেতন, উপার্জনকারী নারী পরিবার ও সমাজের ইতিবাচক পরিবর্তনে এবং রাষ্ট্র গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

গোয়ালন্দে প্রবাসী সবুজ হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন
গোয়ালন্দে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেপ্তার
 কালুখালীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ