ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০৫-০৮ ১৬:৫৯:১৪

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে গতকাল ৮ই মে অনুষ্ঠিত রাজবাড়ী জেলার পাংশা ও কালুখালী উপজেলার কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ পিপিএম(সেবা) এবং জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ অলিউল ইসলাম।  

 গতকাল ৮ই মে বেলা ১১টায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার পাংশা উপজেলার জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাফর সাদিক চৌধুরী, পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) স্বপন কুমার মজুমদারসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 পরিদর্শনকালে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন অফিসার ভোট কেন্দ্রের প্রত্যেকটি বুথ ঘুরে দেখেন এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাধারণ ভোটারদের সাথে কথা বলেন।

 এর আগে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কালুখালী উপজেলার কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

 
পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ