বিশ্ব মা দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে গতকাল ১২ই মে দুপুর ২টায় কালেক্টরেট সম্মেলন কক্ষে দুঃস্থ ও অসহায় মায়েদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।
উপহার বিতরণ করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্ব মা দিবস উপলক্ষ্যে ২০ জন অসহায় ও দুস্থ মায়ের মাঝে প্রত্যেককে নগদ ১হাজার টাকা শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।