ঢাকা বুধবার, জুলাই ১৬, ২০২৫
রাজবাড়ী সুইমিংপুলে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
  • সুজন কুমার বিষ্ণু
  • ২০২৪-০৫-২০ ১৫:২০:৫০

 ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ আওতায় গতকাল ২০শে মে বেলা সাড়ে রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা সুইমিংপুলে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। 

 প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। 

 অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা’র সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর মাহফুজা খাতুন মলি ও সাঁতার প্রশিক্ষক মোঃ রফিকুজ্জামান রফিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 জানা গেছে, জেলা প্রশাসনের সহযোগিতায় সুইমিংপুলে মাসব্যাপী এ সাঁতার প্রশিক্ষণে ৫টি প্রতিষ্ঠান থেকে ৩০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। যার মধ্যে ২০জন ছেলে  ও ১০জন মেয়ে প্রশিক্ষণে অংশ গ্রহণ নেয়। 

 প্রধান অতিথির বক্তেব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, সবাইকে সাঁতার শিখতে হবে। কারণ বাংলাদেশ নদীমাতৃক দেশ। সাঁতার না জানার কারণে প্রতি বছর অনেক মানুষ পানিতে ডুবে মারা যায়। সাঁতার আমাদের শরীরের জন্য অনেক উপকারী এবং শরীরের জন্য শ্রেষ্ঠ ব্যায়াম। নিয়মিত সাঁতার কাটলে স্বাস্থ্যের অনেক উপকারিতা পাওয়া যায়। তাই আমি ছোট-বড় সবাইকে সাঁতার শেখার আহ্বান জানাচ্ছি।

 রাজবাড়ীতে নির্মাণাধীন জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার
 মৎস্য সপ্তাহ উদযাপনের লক্ষ্যে রাজবাড়ীতে প্রস্তুতিমূলক সভা
বিএনপি ও অঙ্গ সংগঠনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
সর্বশেষ সংবাদ