রাজবাড়ী জেলা পরিষদে কর্মরত স্টাফদের নামাজ আদায়ের জন্য নতুন নির্মিত নামাজ ঘরের উদ্বোধন উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৩শে মে দুপুরে বাদ যোহর নামাজ শেষে নতুন নামাজ ঘরের উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম শফিকুল মোর্শেদ আরুজ।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান রিপন, জেলা পরিষদ সদস্য মোঃ আজম মন্ডল ও কামালদিয়া হাফিজিয়া মাদ্রাসার খতিব মওলানা মাহাবুব হোসেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনাসহ দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা পরিষদ নামাজ ঘরের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন। এ সময় জেলা পরিষদে কর্মরত স্টাফগণসহ অতিথিগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দোয়া মাহাফিল অুনষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ বলেন, আমার যারা মুসলিম তাদের প্রতিদিন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। আর এই নামাজ আদায়ের জন্য একটি নামাজের ঘর খুব প্রয়োজন। আমি জেলা পরিষদের দায়িত্ব নেওয়র পর উপলব্ধি করি জেলা পরিষদে নামাজ পড়ার কোন নিদিষ্ট ঘর নেই। তখন থেকে আমি ফান্ড কলেকশনের মাধমে একটি নামাজের ঘর তৈরীর উদ্যোগ নেই। যা আজকে উদ্বোধনের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। আমি আশা করি ভবিষতে আমরা সকলের চেষ্টায় এই নামাজ ঘরের আরো উন্নয়ন সাধন করতে পারব।
এছাড়াও তিনি দোয়া মাহাফিলে উপস্থিত সকলের কাছে দোয়া চান। বক্তব্য পর্ব শেষে সমগ্র মুসলিম উম্মা, দেশ ও জাতির সমৃদ্ধি কামনাসহ মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘাযু কামনা করে দোয়া করা হয়।