ঢাকা রবিবার, জুলাই ২৭, ২০২৫
খানখানাপুর বাজারের তিনটি দোকানীকে ভোক্তার জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৫-২৩ ১৬:১৬:৪০

 রাজবাড়ী সদর উপজেলার ঐতিহ্যবাহী খানখানাপুর বাজারের তিন দোকানীকে গতকাল ২৩শে মে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে ৬হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এ বাজার তদারকি অভিযান পরিচালনা করেন। 

 জানা গেছে, খানখানাপুর বাজারস্থ মেসার্স কাজী ফার্মেসী প্রতিশ্রুত ঔষধপণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করার অপরাধে ২হাজার টাকা, মেসার্স নাহার ঔষধ ঘরকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ৪হাজার টাকা, খোকন স্টোরকে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করার অপরাধে ৫০০ টাকা জরিমানা করা হয়। 

 এছাড়াও মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রি না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয় এবং সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

রাজধানীতে আনন শিশু সাহিত্য আসর ও পুরস্কার বিতরণ
ফরিদপুরে গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলো ৩য় শ্রেণির ছাত্রী রাইসা
মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নেপালে বাংলাদেশ দূতাবাসে শোক বই উন্মুক্তকরণ
সর্বশেষ সংবাদ