ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
রাজবাড়ীতে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৫-২৭ ০৭:৪৪:০৩

 রাজবাড়ী কালেক্টরেটের সম্মেলন কক্ষে গতকাল ২৬শে মে জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ(৩য় পর্যায়) প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিকী সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। 

 সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আবু কায়সার খান বক্তব্য রাখেন। স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ মোরশেদা খাতুন বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সরকারের সহকারী পরিচালক অংকন পাল। 

 এ সময় রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল আলম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাফর সাদিক চৌধুরী, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প, উপজেলা সমন্বয়কারীগণ, ৪২টি ইউনিয়ন পরিষদের সচিবগণ, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারীগণ সহ স্থানীয় সরকার শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 স্থানীয় সরকার বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে। সরকারী এ প্রকল্পে আর্থিক ও কারিগরি সহযোগিতা করছে ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি। একই সাথে মাঠ পর্যায়ে সহযোগী সংস্থা হিসেবে ওয়েভ ফাউন্ডেশন বাস্তবায়ন করছে। 

 সভায় গ্রাম আদালতের কার্যক্রম ও করণীয়, গ্রাম আদালত আইন ও বিধিমালার উপর পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ(তৃতীয় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম। 

 

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ