ঢাকা রবিবার, জুলাই ২০, ২০২৫
রাজবাড়ীতে জেলা অবহিতকরণ ও কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৫-২৮ ০৫:৩৪:৪৫

 রাজবাড়ী জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল ২৭শে মে দুপুর ১২ টায় সিভিল সার্জন কার্যালয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে জেলা অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলার জেলা প্রশাসক আবু কায়সার খান বক্তব্য রাখেন।

 সভায় বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ ও জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক আলীফ নূর উপস্থিত ছিলেন।

 রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল গাফফারের সঞ্চালনায় সভায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহমান, রাজবাড়ী সদর হাসপাতালের আরএমও ডাঃ ফারসিম তারান্নুম হকসহ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ও রাজবাড়ী সদর হাসপাতালের মেডিকেল অফিসাররা উপস্থিত ছিলেন।

 
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণে রাজবাড়ীতে বৃক্ষরোপণ
রাজবাড়ীতে গণহত্যার বিচারের দাবিতে গণঅধিকার পরিষদের গণ-পদযাত্রা
রাজবাড়ীতে গণহত্যার বিচারের দাবিতে গণঅধিকার পরিষদের গণ পদযাত্রা
সর্বশেষ সংবাদ