রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদে গতকাল ৩০শে মে দুপুরে ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ নাহিদুল আলম রাজু।
চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রবের সভাপতিত্বে অতিথি হিসেবে রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী ও চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আকরাম হোসেন, চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজনুর রহমান শাহিনুর, জেলা পরিষদের সাবেক সদস্য ও চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন শেখ, চন্দনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হালিম ও বাড়াইজুরী গরীব শাহ দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ খোকনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
পরে বাজেট ঘোষনা করেন চন্দনী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ তৈয়বুর রহমান। বাজেট সভা পরিচালনা করেন চন্দনী ইউনিয়ন পরিষদের সার্ভেয়ার মোঃ আখতার হোসেন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধাওয়াপাড়া ঘাট জামে মসজিদের ইমাম ও খতিব মোঃ মঞ্জুর হোসেন ও গীতা থেকে পাঠ করেন ডাঃ সঞ্জয় কুমার।
ইউপি সচিব মোঃ তৈয়বুর রহমান জানান, এবারের বাজেটে রাজস্ব আয় ৩৭ লক্ষ ১৪ হাজার ৭২০ টাকা ও রাজস্ব ব্যয় ৩৭ লক্ষ ১৪ হাজার ৭২০টাকা ধরা হয়েছে।
এছাড়া উন্নয়ন রাজস্ব আয় ২ কোটি ২৪ লক্ষ এবং উন্নয়ন রাজস্ব ব্যয় ২ কোটি ২৪ লক্ষ টাকা ধরা হয়েছে।
বাজেট সভায় ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।